Hridoy tudu : জানুয়ারী 2022

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

মাথা ব্যথা ( matha betha)

 নিজের বাচ্চা কান্না করলে, বুকে কষ্ট হই। আর অন্যের বাচ্চা কান্না করলে, মাথা গরম হই,🤣🤣🤣। 

নিজেকে ঠিক করেন,যারা এমনটা করেন।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

জানি না 😔😔😔

জানি না আমি কে,,কিন্তু মাসে একবার হলেও,বাড়িতে মারে,,এটো টাই খারাপ আমি? 😔😔😔

সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ভালোবাসা

 সত্যিই ভাই আমি খুব ভালোবাসাকে বিশ্বাস করি।যখন আমি কাউকে ভালোবাসতাম না,তখন বন্ধুদের কে বলতাম,সে তোমাকে অবহেলা করছে,তাকে ছেড়ে দে,তাহলেই তো হই,কিন্তু এখন আমি ভালোবাসার মধ্যে আছি।এখন আমি বুঝতে পারছি। 

যাকে তুমি মন দিয়ে ভালোবাসো তাকে ছাড়া, একটুও থাকা যাই না,ভালোবাসার সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যাই,আর একটু অবহেলা করলে, মরে যাওয়ার ইচ্ছে হই,তাকে তুমি পারবা না, ছাড়তে পারবা না, মরে যেতে,, এটাই ভালোবাসা। 😪😪😪


সবাইকে ধন্যবাদ 

ভালোবাসা শুধুই কাঁদাই রে ভাই,, 😪😪😪

একা জীবন খুব ভালো লাগে। 😔😔😔